Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফ্যাসিস্টরা তাদের শুরু ও শেষ আঘাতটা জামায়াতের ওপরই করেছিল’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৯:২৮ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২০:৩৬

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ঢাকা: ফ্যাসিস্টরা তাদের শুরুর এবং শেষ আঘাতটাও আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর ওপর করেছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে দলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদে প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিস্টদের শুরুতে আঘাতটা আমাদের ওপর আসে এবং শেষ আঘাতও আমাদের ওপরেই এসেছিল। প্রথমে আমাদের শীর্ষ নেতাদের গ্রেফতার করে একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই মাধ্যমে যে রায় হয়েছে, সেটা ছিল বিচারের গণহত্যা। এটা বিচার ছিল না। আর শেষ আঘাতটা ছিল আমাদের নিষিদ্ধ করা। অসংখ্য সাথী হারিয়েছি, অসংখ্য ভাই পঙ্গুত্ববরণ করেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অন্যান্য দলের নেতাকর্মীদের ওপরও নির্যাতন চলেছে। আমরা যেমন আয়না ঘরের শিকার হয়েছি, তারাও হয়েছে। আমরা যেমন মামলা খেয়েছি, জেলে গিয়েছি; তারাও লাখে লাখে এসবের শিকার হয়েছে।’

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি সংস্কার সহযোগিতা করবে তত দ্রুত নির্বাচন হবে। সংস্কারের প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। এতে যদি তারা সহযোগিতা করে তাহলে দ্রুত নির্বাচনে পরিবেশ হবে। তারা যদি সহযোগিতা না করে, যদি গতানুগতিক নির্বাচন হয় তাহলে আগের মতো নির্বাচন হবে। যার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

ডা. শফিকুর রহমান ফ্যাসিস্ট বাংলাদেশ জামায়াত ইসলামী

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর