Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী মেডিকেলে কলেজে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ২৩:০৫

কর্মবিরতি কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা

পটুয়াখালী: পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এ এম এস শামিম আল আজাদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং হাসপাতাল ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে অনির্দিষ্ট সময়ের জন্য বহির্বিভাগের সেবা বন্ধ ও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে হাসপাতালের বহির্বিভাগের গেইট তালাবদ্ধ করে দিয়ে সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। পরে কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।

বিজ্ঞাপন

ইন্টার্ন চিকিৎসকরা জানান, বিভিন্ন সময়ে রোগী মৃত্যুর ঘটনায় তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ চৌকি স্থাপন অথবা আনসার মোতায়েনের দাবি তাদের। পাশাপাশি গত ১৪ এপ্রিল হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার আগেই মিথ্যা অভিযোগে স্বাস্থ্য বিভাগ কর্তৃক কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এ এম এস শামিম আল আজাদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তে সঠিক ঘটনা উদঘাটনের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান তারা।

তাদের এসব দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা।

এ সময়ে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। এ সময়ে হাসপাতালের জরুরি সকল সেবা চালু থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

চিকিৎসকদের কর্মবিরতি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ভোগান্তিতে রোগীরা

বিজ্ঞাপন

আজ ৬ বিভাগে বৃষ্টি হতে পারে
১৯ এপ্রিল ২০২৫ ০৯:০৩

আরো

সম্পর্কিত খবর