Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিপকাণ্ড
লতা-সুবর্ণাসহ ১৮ জনের নামে সেই কনস্টেবলের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ০৯:২৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৫:৫৬

ঢাকা: আলোচিত টিপকাণ্ডে তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দারসহ শোবিজ অঙ্গনের ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন চাকরিচ্যুত সেই কনস্টেবল নাজমুল তারেক।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে মামলাটি করা হয়। পরে বাদীর জবানবন্দি নিয়ে শেরেবাংলা নগর থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

অন্য আসামিরা হলেন- লতার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মলয়, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, নাট্য অভিনেতা আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, প্রাণ রায়, সায়মন সাদিক, মনোজ প্রামাণিক, স্বাধীন খসরু, চয়নিকা চৌধুরী, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, উর্মিলা শ্রাবন্তী কর, দেবী সান, নাজনীন নাহার চুমকি, সুষমা সরকার ও কুসুম সিকদার।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের পোশাক পরা এক ব্যক্তি লতা সমাদ্দারকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তির অভিযোগ তোলা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন লতা। পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপর লতার পাশে দাঁড়িয়ে টিপ পরা ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান শোবিজ অঙ্গনের অনেক তারকা।

কনস্টেবল নাজমুলের অভিযোগ, অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবেই পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এমনকি তাকে ঘিরে সামাজিক মাধ্যমে বিদ্বেষ ছড়িয়েছেন। এতে পেশাগত ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।

সারাবাংলা/আরএম/এমপি

আইন টিপকাণ্ড বিচার মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর