Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুশফিকের কাছে বাংলাদেশ ক্রিকেটের অনেক ঋণ’

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১৭:২৬ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৭:৩২

অনুশীলনে মুশফিকুর রহিম

টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই, কদিন আগে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছেন মুশফিকুর রহিম। এখন কেবল জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটটাই খেলবেন তিনি। সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর এবারই প্রথম জাতীয় দলের হয়ে খেলতে নামছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আগামী ২০ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তার ওপর কতটা নির্ভর করবে বাংলাদেশ? কারণ এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তিনিই।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন তিনি, টেস্টে সবচেয়ে বেশি রানও তার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ফরম্যাটে আছে তার দারুণ স্মৃতিও। শেষ তিন টেস্টের দুটিতেই করেছেন ডাবল সেঞ্চুরি। কোচ ফিল সিমন্সও প্রশংসা করে বললেন, তার কাছে অনেক কিছুর জন্যই বাংলাদেশ ক্রিকেট ঋণী।

আজ (শুক্রবার) সিলেটে সংবাদ সম্মেলনে মুশফিকের কাছে এই সিরিজের প্রত্যাশা নিয়ে সিমন্স বলেন, ‘মুশফিক বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। মাহমুদউল্লাহ ও তার কাছে বাংলাদেশ ক্রিকেটের অনেক ঋণ, বিশেষত গত কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে তারা যা দিয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের অতীতঁ পারফরম্যান্সের কথা টেনে সিমন্স বলেন, ‘সে সর্বোচ্চ পেশাদার। আমি জানি, সে এখন রান করতে চায়। সে ভালো করতে চায়, কঠোর পরিশ্রম করছে রান করাটা নিশ্চিত করতে। জিম্বাবুয়ের বিপক্ষে তার অসাধারণ রেকর্ড আছে। কিন্তু এখন শূন্য থেকে শুরু করতে হবে।’

সারাবাংলা/জেটি

জিম্বাবুয়ের বাংলাদেশ সফর ফিল সিমন্স মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর