Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে ৫১ জন

রাবি করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ২১:১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের পরীক্ষা শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এতে মোট একহাজার ৮৭২টি আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন ৯৬ হাজার ১৬২ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে আসন প্রতি লড়বেন ৫১ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দুটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

‘এ’ ইউনিটের একহাজার ৮৭২টি আসন চারটি অনুষদ ও একটি ইনস্টিটিউটে বণ্টিত। এর মধ্যে কলা অনুষদে ৮৮৬টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৫৬টি, আইন অনুষদে ১৬০টি, চারুকলা অনুষদে ১২০টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৫০টি আসন অন্তর্ভুক্ত রয়েছে।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়। আগামী ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর এই চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে।

সারাবাংলা/এইচআই

ভর্তি পরীক্ষা রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর