সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
১৯ এপ্রিল ২০২৫ ১৮:৪৫
সুনামগঞ্জ: সুনামগঞ্জ মেডিকেল কলেজে পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত ও অবিলম্বে কলেজ হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের কর্মসূচি অব্যাহত রেখেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (১৯ এপ্রিল) ক্লাস বর্জনের চতুর্থ দিনে শান্তিগঞ্জ বাজারে মানববন্ধন ও জনসংযোগ করেছেন শিক্ষার্থীরা।
এ দিন দুপুরে মানববন্ধন ও জনসংযোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহ বারবার উপস্থাপন করার পরও কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আমরা ধারাবাহিকভাবে হতাশাজনক প্রতিক্রিয়া পাচ্ছি। এর আগে আমরা একটি লিখিত বিবৃতির মাধ্যমে আমাদের দাবিগুলো কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করেছি। কিন্তু যথারীতি, আমাদের আবেদন ও প্রত্যাশার বিপরীতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা আমাদের চরম হতাশার মধ্যে ফেলেছে।’
এ সময় বক্তারা সপ্তাহে ছয় দিন ওয়ার্ডের ব্যবস্থা নিশ্চিত করা, ওয়ার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল অবকাঠামোগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (CA) ও রেজিস্ট্রার নিয়োগ, সার্জারি, মেডিসিনসহ সকল ক্লিনিক্যাল বিষয়সমূহে যথাযথ ওয়ার্ড বাস্তবায়নের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ, ট্রান্সপোর্টেশন ব্যবস্থার ঘাটতি দ্রুত সমাধান, হাসপাতালের কার্যক্রম ডিসেম্বর ২০২৫ এর মধ্যে চালু করা এবং হাসপাতালের কার্যক্রম এই সময়ে চালু করতে যে রোডম্যাপ অনুসরণ করা হবে তা স্বচ্ছভাবে উপস্থাপনের দাবি জানান।
তারা বলেন, ‘দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমাদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।’
শিক্ষার্থীরা জানান, মেডিকেল শিক্ষার মূল ভিত্তিই হলো হাতে-কলমে প্রশিক্ষণ। কিন্তু কলেজ প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত চালু হয়নি পূর্ণাঙ্গ হাসপাতাল, এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুয়েব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের সদর উপজেলা সভাপতি মাওলানা রমজান হোসাইন, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সাহাব উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী মখদ্দুছ ময়া, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, আব্দুল লতিফ, জাকির হোসেন, মো. কিবরিয়া প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল মানববন্ধন, বিক্ষোভ ও ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বুধবার সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ, বৃহস্পতিবার শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যসেবা সচিব বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
সারাবাংলা/এসডব্লিউ