Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ ছাত্রীকে দেখে হাসাহাসি, প্রাইম এশিয়ার শিক্ষার্থী খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ২৩:২২ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:১১

ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ। ছবি: সংগৃহীত

ঢাকা: ইউনিভার্সিটি অব স্কলার্স’র দুই ছাত্রীকে দেখে হাসাহাসি করেছিলেন বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এরই জেরে তাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রাইম এশিয়ার-ই অন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত পারভেজ ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের জসিম উদ্দিনের ছেলে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

নিহতের বন্ধু শরিফ বলেন, ‘পরীক্ষা শেষে বিকেলে ক্যাম্পাসের সামনে তরিকুল-তাজসহ বন্ধুদের নিয়ে শিঙ্গাড়া খাচ্ছিলেন পারভেজ। এ সময় একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তিন-চারজন শিক্ষার্থীর সঙ্গে আসেন ইউনিভার্সিটি অব স্কলার্স’র দুই ছাত্রী। ছাত্রীদের দেখে পারভেজরা হাসাহাসি করছিলেন বলে অভিযোগ তোলেন ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থীরা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি জানতে পেরে দুই ছাত্রীসহ সবাইকে ডেকে মীমাংসা করে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিল্লাল ও সুষমা। কিন্তু শিক্ষকদের সামনেই পারভেজকে দেখে নেওয়ার হুমকি দেন ওই তিন শিক্ষার্থী।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে ভাড়াটে সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্রসহ পারভেজের ওপর হামলা চালান তারা। এক পর্যায়ে পারভেজের বুকে ছুরিকাঘাত করা হয়। পরে বন্ধুরা তাকেকে গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।’

বিজ্ঞাপন

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মামলা হবে। একই সঙ্গে ঘাতকদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সারাবাংলা/আরএম/পিটিএম

ইউনিভার্সিটি অব স্কলার্স খুন পারভেজ প্রাইম এশিয়া ইউনিভার্সিটি

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর