Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইম এশিয়ায় নিহত শিক্ষার্থীর ময়নাতদন্ত সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১২:৫৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৫:৪২

ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের (২৫) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক প্রভাষক ডা. ফারহানা ইয়াসমিন।

এর আগে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন, বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মওদুদ কামাল। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন পারভেজ। পরে বন্ধুবান্ধব তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকের বাম পাশে একটি জখমের আঘাত রয়েছে।

নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবির বলেন, ‘আমার ভাই শান্ত স্বভাবের ছিল। কোন মারামারির মধ্যে ছিল না। কেন তাকে হত্যা করা হলো বুঝতে পারছিনা। এই হত্যার বিচার চাই।’

হুমায়ুন জানান, এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিলেন বড়। ছোট বোন ঢাকা মাইলস্টোনে পড়াশুনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিনী। পারভেজের মা তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ফাই চান গ্রামে থাকেন। বর্তমানে পারভেজ কাফরুল কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকতেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: ২ ছাত্রীকে দেখে হাসাহাসি, প্রাইম এশিয়ার শিক্ষার্থী খুন

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা জানান, নিহত পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। গতকাল ছুরিকাঘাতে নিহত হয়েছেন তিনি। আজ ঢাকা মেডিকেল কলেজে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ (রোববার) বেলা সাড়ে ১২টায় পল্টন বিএনপি কার্যালয়ের সামনে পারভেজের প্রথম জানাজা হবে। এরপর সেখান থেকে নিয়ে যাবে।

বিজ্ঞাপন

নিহত পারভেজের বন্ধু তোফায়েল আহমেদ নয়ন জানান, পারভেজের প্রথম জানাজা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এরপর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হবে। তারপর গ্রামের বাড়ির উদ্দেশে নেওয়া হবে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল বলেন, ‘গত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এজাহারভুক্ত আট জনসহ অজ্ঞাত ত্রিশজনের নামে মামলা হয়। আসামি গ্রেফতারে কাজ করছে পুলিশ।’

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

খুন পারভেজ প্রাইম এশিয়া ইউনিভার্সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর