Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে জাতীয়করণের দাবিতে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৭:১৮ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:২৩

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের মানববন্ধন।

পটুয়াখালী: জাতীয়করণসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট।

রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মো. আল-আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রোকনুজ্জামান হিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সহ-সভাপতি মাও. মো. মোফাজ্জেল হোসেন, সদস্য সচিব মো. রোকনুজ্জামান ও প্রচার সম্পাদক মো. ফোরকানসহ অন্যান্য শিক্ষকরা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, সরকার পূর্বে জাতীয়করণের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক সমাজ হতাশ। আগামী ১২ মে’র মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৩ মে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে। উল্লেখযোগ্য ৬ দফা দাবির মধ্যে রয়েছে জাতীয়করণ, রেজিস্ট্রেশন স্থগিত আদেশ প্রত্যাহার, কোড প্রদান, আলাদা নীতিমালা প্রণয়ন, অফিস সহায়ক নিয়োগ এবং প্রাক-ইবতেদায়ী শ্রেণির অনুমোদন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সারাবাংলা/এনজে

ইবতেদায়ী মাদরাসা দাবি মাদরাসা শিক্ষক মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর