Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোপা ডেল রে
রিয়ালের বিপক্ষে ফাইনালের আগে বড় ধাক্কা খেল বার্সা

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫ ১৯:৪৫

ইনজুরিতে পড়েছেন লেভানডস্কি

সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের শেষভাগে যখন স্বেচ্ছায় মাঠ ছাড়লেন, তখনই ধারণা করা হচ্ছিল বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে বার্সেলোনা। বার্সা ফরোয়ার্ড রবার্ট লেভানডস্কি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে পড়লেন বড় ইনজুরিতে। হ্যামস্ট্রিংয়ের চোটে কমপক্ষে ২ থেকে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন তিনি। আর এতেই লেভানডস্কি মিস করবেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রের ফাইনালসহ বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচ।

দুদিন আগে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে দ্বিতীয়ার্ধে বা পায়ের মাংসপেশিতে টান লাগে লেভানডস্কির। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ৭৭ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। রোমাঞ্চকর এক ম্যাচে ৪-৩ গোলে জয় পেলেও লেভানডস্কির এই চোট নিয়ে বেশ চিন্তিত ছিল বার্সা।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত বার্সার দুশ্চিন্তাই সত্যি হলো। আজ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন লেভানডস্কি। স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, এই ইনজুরিতে কমপক্ষে ১৪ থেকে ২১ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এই সময়ে বার্সার হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন লেভানডস্কি। তার মধ্যে ২৬ এপ্রিল রিয়ালের বিপক্ষে কোপা ডে রের ফাইনাল অন্যতম। ক্লাবের হয়ে লা লিগার মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের শেষ ক্লাসিকো মিস করতে যাচ্ছেন লেভানডস্কি। এছাড়াও ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমির দুই লেগেই খেলতে পারবেন না তিনি।

লেভানডস্কি সুস্থ হয়ে কবে মাঠে ফিরতে পারেন, সেই ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি বার্সা। আগামী ২২ এপ্রিল লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে বার্সা। এই মুহূর্তে রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষে আছে কাতালানরা।

সারাবাংলা/এফএম

ইনজুরি কোপা ডেল রে ফাইনাল বার্সেলোনা রবার্ট লেভানডস্কি রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

সিএমপির ৩ থানার ওসি রদবদল
৩০ জুলাই ২০২৫ ১৯:২৩

আরো

সম্পর্কিত খবর