Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৬তম বিসিএসের লিখিতের প্রশ্নফাঁসের অভিযোগ চাকরিপ্রার্থীদের

‎স্টাফ করেসপন্ডন্ট
২০ এপ্রিল ২০২৫ ২১:১৮

চাকরিপ্রার্থীদের পক্ষে ডা. রিজভী আহমেদ সিয়াম সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি: সংগৃহীত

‎ঢাকা: ‎৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা।

‎রোববার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে চাকরিপ্রার্থীদের পক্ষে ডা. রিজভী আহমেদ সিয়াম এ অভিযোগ করেন।

‎এ সময় তিনি তিনি বলেন, ‘আমাদের সবার মনে হচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন এরই মধ্যে ফাঁস হয়ে গেছে। এই প্রশ্নটা বিজি প্রেস থেকে ছাপানো সেই প্রশ্ন, যেটা দিয়ে আমাদের লিখিত পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে। আমাদের দাবি পিএসসি নতুন করে প্রশ্নপত্র মডারেশন করে এ পরীক্ষা আয়োজন করবে। এ জন্য যৌক্তিক সময়ের মধ্যে নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষা নিতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যারা বিসিএসের প্রশ্নপত্র তৈরি করেন এমন অনেক শিক্ষকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা জানিয়েছেন, ৫ আগস্টের পর কোনো প্রশ্নপত্র তারা পিএসসিতে জমা দেননি। ফলে পিএসসি যে প্রশ্নে পরীক্ষা নেবে সেটি অনেক আগে ছাপানো হয়েছে। যেই প্রশ্ন অনেকের কাছে চলে গিয়ে থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে।’

ডা. রিজভী বলেন, ‘আমরা এখন পরীক্ষা পেছানোর দাবিতে সীমাবদ্ধ নেই। আমরা পিএসসির পুনর্গঠন চাই।’

‎সারাবাংলা/পিটিএম

অভিযোগ প্রশ্নফাঁস বিসিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর