Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ভর্তি ব্যারিস্টার রাজ্জাক

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১১:০০ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৩:০৫

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

ঢাকা: গুরুতর অসুস্থ হওয়ায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন আব্দুর রাজ্জাকের ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।

তিনি বলেন, ‘বাবাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জন্য দোয়া চাই।’

গত বছরের ২৬ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ব্যারিস্টার রাজ্জাক। প্রায় ১১ বছর পর তিনি নিজ মাতৃভূমিতে আসেন। এরপর আবারও সুপ্রিম কোর্টে আইন পেশায় ফেরেন।

২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন তিনি। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াত থেকে পদত্যাগ করেন এই আইনজীবী। পরে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান উপদেষ্টা হন। গত বছরের ১৭ আগস্ট সেই পদও ছাড়েন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

হাসপাতালে ভর্তি ব্যারিস্টার রাজ্জাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর