Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১১:৩৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৩:০৫

গ্রেফতার আল কামাল শেখ, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানি। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৩) হত্যার ঘটনায় তিন জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) সকালে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহাখালী ওয়ারলেস গেটসহ আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার সময় তাদের উপস্থিতি দেখা গেছে। মামলার এজাহারনামীয় আসামিদের সঙ্গে মোবাইলে যোগাযোগ ও মেসেজ পাঠানোর মাধ্যমে ঘটনায় দুই নম্বর আসামিকে তারাই ডেকে এনেছেন।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

এর আগে, গত শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন।

জানা যায়, জাহিদুল প্রাইম এশিয়ার গলিতে চা সিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিল। ওই সময় সেখানে তিনজন মেয়ে শিক্ষার্থীকে ইভটিজিং করা হয়েছে বলে দাবি করে তারা তাদের বন্ধুদের ফোন করনে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে নিয়ে মীমাংসাও করে দেয়। কিন্তু মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী হাজারীপাড়া এলাকার কিছু ছেলেদের নিয়ে আসেন এবং জাহিদুলের ওপর হামলা চালান। এ সময় জাহিদুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

আসামি গ্রেফতার প্রাইম এশিয়ার শিক্ষার্থী নিহত