পারভেজ হত্যাকাণ্ডে অভিযুক্ত মাহাথির ও নাসিম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
২১ এপ্রিল ২০২৫ ১৮:৩৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২০:২৭
ঢাকা: রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুইজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন— মো. মাহাথির হাসান এবং মো. নাসিম হোসাইন।
তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত তিনজনের একজন মো. মাহাথির হাসান। তিনি কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বহিরাগত সন্ত্রাসী এনে পারভেজের ওপর হামলা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপর আরেক ছাত্রলীগ নেতা মো. নাসিম হোসাইন। তিনি বনানী থানা ১১নম্বর ওয়ার্ড অন্তর্গত টিএনটি ইউনিট ছাত্রলীগের সাধারণ সম্পাদক। নাসিম একটি গ্যাংয়ের লিডার বলেও জানা গেছে।
এদিকে, পারভেজ হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র আলোচনা সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হিসেবে ফাতেমা তাহসিন ঐশি এবং তার বন্ধু আবু জহর গিফারি পিয়াস বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। কিন্তু তারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা।
পারভেজকে হত্যার ঘটনায় গতকাল শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহাখালী ওয়ারলেস গেইটসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন— আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। সোমবার (২১ এপ্রিল) দুপুরে তাদের আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। মিডটার্ম পরীক্ষা শেষে ১৯ এপ্রিল বিকেল ৩টায় বন্ধু তরিকুল, সুকর্ণ, ইমতিয়াজসহ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের বিপরীতে র্যানকন বিল্ডিংয়ের সামনের একটি পুরি-শিঙাড়ার দোকানে দাঁড়িয়ে কথাবার্তার সময় হাসাহাসি করছিলেন। তখন তাদের পেছনেই দাঁড়ানো ছিল ইউনিভার্সিটি অব স্কলারসের দুজন ছাত্রী ঐশী ও টিনা। পারভেজ তাদের নিয়ে হাসাহাসি করেছে কিনা জানতে আসেন ওই দুই ছাত্রীর তিনজন বন্ধু। পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং এ ঘটনা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস পর্যন্ত গড়ায়। শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হওয়ার পরও বিশ্ববিদ্যালয় থেকে বের হতেই গেইটের সামনে পারভেজের ওপর হামলা করা হলে ছুরিকাঘাতে মারা যান তিনি।
সারাবাংলা/এমএইচ/এইচআই
ইউনিভার্সিটি অব স্কলার খুন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত প্রাইম এশিয়া হত্যা