Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৮:১৬

সাজাপ্রাপ্ত যুবক আমিরুল মৃধা

ফরিদপুর: ফরিদপুরে শহরের একটি স্কুলের প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত আমিরুল মৃধাকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত যুবক আমিরুল মৃধা (৩২) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতি গ্রামের মৃত আনোয়ার মৃধার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়।

এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু ফরিদপুরের সালথা উপজেলার বাসিন্দা। তবে ঘটনাকালীন সময়ে ওই শিশু ফরিদপুর পৌরসভার কমলাপুর পিয়ন কলোনিতে বসবাস করতেন। গত ২০২২ সালের ১৯ জুন দুপুর ১২টার দিকে শিশুটি স্কুল থেকে বাসায় আসে। এর কিছু সময় পর এলাকার চানমারি পিয়ন কলোনিতে তার মামার দোকানে চিপস কেনার জন্য যায়। ওই সময় উক্ত আসামি ওই দোকানে উপস্থিত ছিল। আসামি তখন শিশুটিকে টাকার লোভ দেখিয়ে তার হাত ধরে পিয়ন কলোনির পিছনের একটি পরিত্যাক্ত হোস্টেলের পিছনের জঙ্গলে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরিবার ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

পরে শিশুটির মা বাদী হয়ে কোতয়ালী থানায ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, দীর্ঘ তদন্ত ও স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক এই রায় দেন। আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এই মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

১ম শ্রেণির শিশু ধর্ষণ ৮ বছরের শিশু ধর্ষণ যাবজ্জীবন কারাদণ্ড শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর