Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারভেজ হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহাথির গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ২১:০৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২৩:৫১

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. মাহাথির হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজকে হত্যা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. মাহাথির হাসানকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজ সকালে চট্টগ্রামের হালিশহর থানাধীন আজাদ টাওয়ারের এক বাসা থেকে মাহাথিরকে গ্রেফতার করা হয়।’

এদিকে একইদিন দুপুরে গাইবান্ধা থেকে মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) কুমিল্লা থেকে এজাহারভুক্ত ৫ নম্বর আসামি হৃদয় মিয়াজিকে (২৩) গ্রেফতার করে র‌্যাব। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্যসচিব।

এর আগে, পারভেজ হত্যা মামলার পর পরই ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে গত ২১ এপ্রিল রাত সোয়া ১২টার দিকে মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯) নামের তিনজনকে গ্রেফতার করা হয়। মাহাথিরসহ পারভেজ হত্যা মামলায় এ নিয়ে ছয় জনকে গ্রেফতার করা হলো।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

গ্রেফতার ছাত্রলীগ নেতা মাহাথির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর