আজ কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানাবে পিএসসি
২৪ এপ্রিল ২০২৫ ০৮:১৮ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ০৮:২৯
ঢাকা: আজ নিজেদের কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ নানা বিষয়ে রোডম্যাপ প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে রোডম্যাপ প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান ওই কর্মপরিকল্পনা বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন। অনুষ্ঠানে কমিশনের সদস্যরা উপস্থিত থাকবেন।
পিএসসির সূত্র জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন বিষয়ে বিতর্ক তৈরি হওয়া, যেমন প্রশ্নপত্র ফাঁস, সময়মতো পরীক্ষা বা ফল প্রকাশ করতে না পারাসহ নানা অভিযোগ উঠেছে পিএসসির বিরুদ্ধে। কিছুদিন ধরে চাকরিপ্রার্থীরা ৪৬তম বিসিএসের পরীক্ষা পেছানোর দাবিও করে আসছেন।
এসব বিষয়ে পিএসসি তার অবস্থান পরিষ্কার করে সঠিক কর্মপরিকল্পনা প্রকাশ করতেই এই সংবাদ সম্মেলন করছে বলে জানা গেছে। এখানে নানা বিষয়ে রোডম্যাপ প্রকাশের সম্ভাবনাও আছে।
সারাবাংলা/এনএল/ইআ