লা লিগা
স্বস্তির জয়ে শিরোপা দৌড়ে টিকে রইল রিয়াল
২৪ এপ্রিল ২০২৫ ০৮:৫৬
একদিন আগে বার্সেলোনার জয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়েছিলেন তারা। নিজেদের ম্যাচে না জিতলে লা লিগার শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকেই যেত রিয়াল মাদ্রিদ। আরদা গুলারের দুর্দান্ত এক গোলে এই যাত্রায় আবার রক্ষা পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গেটাফের বিপক্ষে ১-০ গোলের জয়ে বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান আবারও ৪ এ নামিয়ে এনে শিরোপা লড়াই জমিয়ে তুলল মাদ্রিদ।
কোপা ডেল রের ফাইনালকে সামনে রেখে মূল একাদশের ৬ জনকে বিশ্রাম দিয়েছিলেন রিয়াল কোচ আনচেলত্তি। গেটাফের মাঠে রুডিগার, বেলিংহাম, কামাভিঙ্গা, মদ্রিচ, সেবায়োস ও রদ্রিগোকে ছাড়া বেশ ভুগতে হয়েছে রিয়ালকে। পুরো ম্যাচেই নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি মাদ্রিদ। উলটো প্রথমার্ধে গোল খেয়ে বসার উপক্রম হয়েছিল। রিয়াল কিপার কোর্তোয়ার দক্ষতায় পিছিয়ে পড়েনি দল।
গোলের সুযোগ এসেছিল রিয়ালের সামনেও। ভিনিসিয়াস গোলের সুযোগ নষ্ট করেছেন ১৮ মিনিটের মাথায়। অবশেষে ২১ মিনিটে লিড নেয় রিয়াল। ২০ গজ দূর থেকে দারুণ এক শটে বল জালে জড়ান গুলার। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ হাতছাড়া করেছেন এন্ড্রিক। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে রিয়াল।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন আনেন রিয়াল কোচ। একে খেলায় গতি বাড়ে মাদ্রিদের। বেলিংহামরা কিছু সুযোগ তৈরি করলেও গেটাফে রক্ষণভাগকে পরাস্ত করতে পারেননি তারা।
ম্যাচের অন্তিম মুহূর্তে সমতা ফেরানোর দারুণ এক সুযোগ নষ্ট করেছেন গেটাফের ফেড্রিকো। শেষ পর্যন্ত ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
সারাবাংলা/এফএম