Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে দম্পতির একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ০৮:৫৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১১:২৭

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে পারিবারিক কলহের জেরে একসঙ্গে এক দম্পতির বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। বিষপানের পর তাদের হাসপাতালে নিলে স্ত্রীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং স্বামী চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, বুধবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকার আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২৭)। তিনি একই গ্রামের আব্দুর রহীমের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সঙ্গে রাজমিস্ত্রী আব্দুর রহিমের (৩৩) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্নই বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিককলহ চলতে থাকে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়িতে প্রথমে বিষপান করেন ফাতেমা। এরপর একই সময়ে তার স্বামীও বিষপান করেন। পরে তাদের দুই জনকেই সন্ধ্যা ৭টার দিকে বাড়ির লোকজন পার্শ্ববর্তী সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রহিমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিককলহের জেরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

দম্পতির বিষপান নোয়াখালী স্ত্রীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর