Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারের ট্রেবলের স্বপ্ন চুরমার করে ফাইনালে এসি মিলান

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫ ০৯:৩০

ইতালিয়ান কাপের ফাইনালে উঠে এসি মিলানের উল্লাস

এই মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন হাতছানি দিচ্ছিল তাদের। সিরি আ ও চ্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে থাকা ইন্টার মিলান দুর্বার গতিতে ছুটে চলছিল ইতালিয়ান কাপেও। তাদের সেই যাত্রা থামিয়ে দিল নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। ইতালিয়ান কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইন্টার। আর এতেই শেষ হয়ে গেল ইন্টারের ট্রেবল জয়ের সম্ভাবনা।

ইতালিয়ান লিগের শীর্ষে আছেন তারা। চ্যাম্পিয়নস লিগের সেমিতেও খেলবে ইন্টার। ইতালিয়ান কাপের ফাইনালে পৌঁছে গেলে ট্রেবল জয়ের আরও কাছে চলে যাবে দল, এমন সমীকরণকে সামনে রেখেই সান সিরোতে মাঠে নেমেছিল ইন্টার। সেমির প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে।

বিজ্ঞাপন

দ্বিতীয় লেগে অবশ্য এসি মিলানের কাছে পাত্তাই পেন না লাউতারো মার্টিনেজের দল। ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে এসি মিলান। ৩৬ মিনিটে দলকে এগিয়ে দেন লুকা জোভিচ। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় এসি মিলান।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোভিচ। ৮৫ মিনিটে ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন তিজানি। এই লেগে ৩-০ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে ফাইনালে পা রাখল এসি মিলান।

আগামী ১৪ মে স্টাদিও অলিম্পিকোতে হবে ইতালিয়ান কাপের ফাইনাল। সেখানে এসি মিলানের প্রতিপক্ষ এম্পোলি অথবা বোলোগনা।

সারাবাংলা/এফএম

ইতালিয়ান কাপ ইন্টার মিলান এসি মিলান ট্রেবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর