Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে কোচিং থেকে বিরতি নিচ্ছেন তিতে

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫ ১০:২৪ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১০:৩৯

কোচিং থেকে বিরতি নিচ্ছেন তিতে

দীর্ঘদিনের কোচিং ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন ব্রাজিল জাতীয় দলসহ নামীদামী ক্লাবের। ব্রাজিলিয়ান কোচ তিতে এবার কোচিং থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিতে জানিয়েছেন, শারীরিক ও মানসিক কারণে সাময়িকভাবে কোচিংকে বিদায় বলছেন তিনি।

ব্রাজিলের কোচ হিসেবে বেশ সাফল্য পেয়েছিলেন তিতে। ২০১৯ সালে তার অধীনেই কোপা আমেরিকার শিরোপা জিতেছিল সেলেসাওরা। তবে সেই সাফল্য ২০২২ বিশ্বকাপে ধরে রাখতে পারেনি ব্রাজিল। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তিতে নিজেই সরে দাঁড়িয়েছিলেন কোচের পদ থেকে।

বিজ্ঞাপন

ব্রাজিলকে বিদায় বলার পর ফ্লেমিংগোর দায়িত্ব নিয়েছিলেন তিনি। গত কয়েক বছর ধরেই শরীরটা ভালো যাচ্ছে না ৬৩ বছর বয়সী তিতের। ২০২৪ সালের আগস্টে হাসপাতালে ভর্তি হন তিতে। এরপর তাকে বরখাস্ত করে ফ্লেমিংগো। গুঞ্জন উঠেছিল, আরেক ব্রাজিলিয়ান ক্লাব কোরেন্থিয়ান্সের দায়িত্ব নিতে যাচ্ছেন।

এই গুঞ্জনের মধ্যেই তিতে জানালেন, কোচিং থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি, ‘মানুষ হিসেবে মাঝে মধ্যে আপনাকে এটা স্বীকার করেই নিতে হয় যে আপনার সময়টা ভালো যাচ্ছে না। আমি নিজের কাজটাকে ভালোবাসি। এটা আমি করে যেতে চাই। তবে আমার শারীরিক ও মানসিক অবস্থার কথা চিন্তা করেই সাময়িকভাবে বিরতি নিচ্ছি। এটা আমার জন্য ভালো হবে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

কোচিংয়ে আবার কবে ফিরবেন, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিতে।

সারাবাংলা/এফএম

কোচ তিতে ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর