উত্তাল সাগরে ডুবেছে পাথরবোঝাই নৌযান, ৭ জন উদ্ধার
২৪ এপ্রিল ২০২৫ ১২:৫৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৭:৫৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় উত্তাল বঙ্গোপসাগরে পাথরবোঝাই একটি নৌযান ডুবে গেছে। স্থানীয়রা ওই নৌযানে থাকা সাত জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার গুপ্তছড়া ঘাট সংলগ্ন দুই নম্বর বয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
কোস্টগার্ড সূত্র জানায়, সকাল ৮টার দিকে পাথরবোঝাই নৌযানটি (বলগেট) কর্ণফুলী নদীঘাট থেকে ভোলার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে নৌযানটি গুপ্তছড়া ঘাট সংলগ্ন এলাকায় গিয়ে বর্তমানে উত্তাল সাগরে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে এবং একপর্যায়ে ডুবে যায়।
ঘটনা দেখে সন্দ্বীপে যাত্রী পারাপারকারী সার্ভিস বোটের লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই নৌযানে থাকা সাত জনকে উদ্ধার করে।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘পাথরবোঝাই একটি বলগেট প্রথমে আংশিক এবং কিছুসময় পর পুরোপুরি ডুবে যায়। সাগর এখন উত্তাল আছে। বলগেটের ভেতরে পানি ঢুকে এ দুর্ঘটনা ঘটেছে।’
‘তখন ওই বলগেটের সাত মাঝিমাল্লা সাগরে ভাসছিল। সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে যাওয়া একটি সার্ভিস বোটের লোকজন তাদের দেখতে পায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে।’
সারাবাংলা/আরডি/ইআ