Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মাদক মামলায় ট্রাক চালক ও সহকারীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৪:৪০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৪:৫২

যাবজ্জীবন কারাদণ্ড। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চার বছর আগে প্রায় ৩০ হাজার ইয়াবাসহ গ্রেফতার এক ট্রাক চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ মামলার রায় ঘোষণা করেছেন।

দণ্ডিত ওই ট্রাক চালকের নাম সৈয়দ নূর (৩২) ও তার সহকারীর নাম ইমরান সাদেক (২৯)। তাদের দুই জনেরই বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০২১ সালের ২৬ মে ভোরে নগরীর কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহার ওয়াই জংশনে একটি ট্রাক থেকে ২৯ হাজার ৫০০ ইয়াবাসহ সৈয়দ ও ইমরানকে গ্রেফতার করে র‌্যাব-৭। কক্সবাজার থেকে তারা ট্রাকে করে ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে আসছিলেন। ওই ঘটনায় র‌্যাব-৭ এর উপ সহকারী পরিচালক আহাম্মদ উল্যাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় তাদের দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ওই বছরের ২৫ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২২ সালের ২৫ এপ্রিল সৈয়দ ও ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাত জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ সারাবাংলাকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সৈয়দকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া আরেক আসামি ইমরানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। আসামিরা জামিনে গিয়ে পলাতক আছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর