জলাবদ্ধতা নিরসন ও দখলকৃত খাল পুনরুদ্ধারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
২৪ এপ্রিল ২০২৫ ১৫:১৫
নোয়াখালী: জলাবদ্ধতা নিরসন, অবৈধভাবে দখলকৃত খাল পুনরুদ্ধার ও দ্রুত পানি নিষ্কাশনের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী দক্ষিন শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী টাউন হলের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী দক্ষিণ শাখার সভাপতি অলি উল্যাহ ও সাধারণ সম্পাদক জাবের আল মারুফ।
বক্তারা বলেন, সামান্য একটু বৃষ্টি হলে জেলা শহর পানিতে ডুবে যায়। আমরা বলতে চাই অতিসত্ত্বর জলাবদ্ধতা নিরসন ও অবৈধভাবে দখলকৃত খাল পূনরুদ্ধার করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করতে হবে। তা না হলে গত বছরের মতো এ বছরও নোয়াখালী জেলা শহরসহ অন্যান্য উপজেলা পানিতে তলিয়ে যাবে। তাই অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের দক্ষিন শাখার সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হাসান মাহমুদ, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের শহর শাখার সভাপতি সাজ্জাত পাটোয়ারীসহ অনেকে।
সারাবাংলা/এনজে