Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানী আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৫:১১

ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার হলেন- বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫), আট নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬), আট নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব (৪৫), ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪), যাত্রাবাড়ী থানা শাখা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫), ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশঙ্গল ইউনিয়ন শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন (৫৪), সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা শাখা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন শেখ (৬২), উত্তরা পশ্চিম থানা শাখা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৫৫), বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ হোসেন (৫২), শেরেবাংলা নগর থানার ৯৯ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের দফতর সম্পাদক মো. রেজাউল করিম (রানা) ও মিরপুর থানা শাখা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল (৪৫)।

তালেবুর রহমান জানান, বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টা ৫৫ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মোবাশ্বের রহমানকে এবং দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে শান্তিনগর এলাকা থেকে মো. আজাদ হোসেনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম। দিবাগত রাত ১২টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে মো. বাবুলকে এবং রাত আনুমানিক ২টার দিকে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মো. শাহজালালকে গ্রেফতার করে ডিবি-সাইবার ক্রাইম বিভাগের পৃথক টিম।

বিজ্ঞাপন

এরপর বুধবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শেওড়াপাড়া এলাকা থেকে মো. রেজাউল করিম রানাকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।

তিনি আরও জানান, বুধবার দিবাগত রাত ১২ট ৩৫ মিনিটে ভাষানটেক এলাকায় অভিযান পরিচালনা করে মো. কামাল হোসেন শেখকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। ২৪ এপ্রিল বংশাল এলাকা থেকে আসাদুল্লাহ শিপলুকে এবং মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম। বুধবার সন্ধ্যা ৬টায় মো. রুহুল আমীনকে লালবাগ এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগ।

এ ছাড়া রাত সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করে মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ। একই সময় পৃথক এক অভিযানে বাড্ডা এলাকা থেকে আসলাম চৌধুরী ইমনকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/ইআ

আওয়ামী লীগ গ্রেফতার ঝটিকা মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর