Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় কাঠ ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৫:৩১ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৫:৩৩

গ্রেফতার প্রধান আসামি বাদল ওরফে টিপু।

পাবনা: পাবনার আতাইকুলার চাঞ্চল্যকর কাঠ ব্যবসায়ী জাইদুল হত্যাকাণ্ডের প্রধান আসামি টিপুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অতিরিক্ত পুলিশ সুপার মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুন।

তিনি আরও জানান, পাবনা সাঁথিয়া উপজেলা আতাইকুলা পাশে কাঠ ব্যবসায়ী জাইদুল মোল্লা (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করে। পরে মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তথ্যপ্রযুক্তির সাহায্যে অন্যতম আসামি আকরাম (৩০)-কে আটক করে। তার জবানবন্দিতে হত্যাকাণ্ডের মূল হোতা বাদল ওরফে টিপু কে বুধবার (২৩ এপ্রিল) হযয়ত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ।

নিহত কাঠ ব্যবসায়ী জাইদুলের নিকট টিপু চাঁদার টাকা দাবি করে ডেকে নিয়ে পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করে।

সারাবাংলা/এনজে

আসামি কাঠ ব্যবসায়ী গ্রেফতার হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর