Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের হামলায় আহত রুশ সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫ ১৭:১২

রাশিয়ায় ইউক্রেনের হামলা।

ইউক্রেনের কামানের গোলায় আহত রুশ সাংবাদিক নিকিতা গোলদিন মস্কোর হাসপাতালে মাসখানেক চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রাশিয়ার সামরিক বাহিনীর জাভেজদা টেলিভিশনে কাজ করতেন তিনি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাংবাদিক নিকিতার কর্মস্থলের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

এর আগে, গত ২৪ মার্চ হামলার শিকার হন নিকিতা ও তার দল। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের মস্কো নিয়ন্ত্রিত লুহানস্ক এলাকায় এই হামলা চালানো হয়।

হামলায় ছয় জন নিহত হন। এদের মধ্যে দুজন সাংবাদিক এবং একজন তাদের গাড়িচালক ছিলেন।

ওই হামলায় সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানোর জন্য ইউক্রেনকে দোষারোপ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর থেকে যুদ্ধক্ষেত্রে অন্তত ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

রাশিয়ায় ইউক্রেনের হামলা রুশ সাংবাদিক নিহত