ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেফতার
২৪ এপ্রিল ২০২৫ ১৭:২৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৯:০১
ঢাকা: ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক বিশেষ টিম।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ওয়ার্ড সচিবের নিজ কার্যালয়ে দুদকের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করার পর তাকে গ্রেফতার দেখানো হয়।
জানা গেছে, ২ নম্বর ওয়ার্ডের সবুজবাগে পূর্ব বাসাবো এলাকায় নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি করপোরেশনের ছাড়পত্র প্রয়োজন। এজন্য করপোরেশনে আবেদন করেন লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, ঢাকার ম্যানেজার মো. সাইফুল ইসলাম। এ সময় ছাড়পত্রের জন্য ১০ হাজার টাকা ঘুষ চান কুতুবউদ্দিন সোহেল, অন্যথায় ছাড়পত্র না দেওয়ার হুমকি দেন তিনি। এরপর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন সাইফুল।
অভিযোগে বলা হয়, দরপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে আজ হাতেনাতে দুদক তাকে গ্রেফতার করে।
সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেল গ্রেফতার ঘুষ গ্রহণের অভিযোগ দুদক