Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৭:৪১

পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের সঙ্গে দুদকের আলোচনা।

পাবনা: পাবনায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের অভিযান। ঘুষ লেনদেনের বিশেষ সিলের সংকেতের মাধ্যমে অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্ট করে দেওয়ার তথ্যের প্রমাণ পেয়েছে দুদক। বিকাশে টাকা লেনদেনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান অব্যাহত রয়েছে।

পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের নানা বিড়ম্বনার চিত্র তুলে ধরে বিভিন্ন গণমাধ্যম । বিশেষ করে পাসপোর্ট অফিসের সামনের কম্পিউটারের দোকানের মাধ্যমে গ্রাহক হয়রানি করারও বিষয়টিও তুলে ধরা হয়।

এ অভিযোগের প্রেক্ষিতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধরের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিন বলেন, ‘এখানে কোনো দালাল চক্র নেই। সব নিয়মিত পরিচালনা হয়ে থাকে। দুদক অভিযান করছেন। দুদকের অভিযোগের বিষয়টি দেখা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

পাবনায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান