জিয়াউল আহসানের ফ্ল্যাট-বাড়িসহ ১০০ বিঘা জমি জব্দ, ৯ হিসাব অবরুদ্ধ
২৪ এপ্রিল ২০২৫ ১৭:৫২ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৯:০১
ঢাকা: ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের ফ্ল্যাট-বাড়িসহ ৯৯ দশমিক ৯৩ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন সংস্থাটির উপ-পরিচালক রেজাউল করিম।
জব্দের তালিকায় জিয়াউলের এসব সম্পদ হলো— মিরপুর ডিওএইচএসে ১৪৬০ ও ২১১০ বর্গফুটের ফ্ল্যাট এবং উত্তরার ২৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট। বরিশালের কোতোয়ালি থানার পৈত্রিক সম্পত্তিতে নির্মিত আটতলা নতুন বাড়ি। একই জেলার সদরে থাকা বাগান বাড়ি, পুকুরসহ বাড়ি ও ১২৭০ বর্গফুটের একতলা পুরাতন বাড়ি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ শতাংশ জমিতে নির্মিত আটতলা ভবনও রয়েছে। এ ছাড়া তার ৯ অ্যাকাউন্টে জমা রয়েছে এক কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা।
দুদকের আবেদনে বলা হয়, স্থাবর সম্পদ বিক্রয় ও ব্যাংক হিসাব থেকে টাকা তোলা বা স্থানান্তর করার পরিকল্পনা করছেন আসামি জিয়াউল আহসান। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
সারাবাংলা/আরএম/এইচআই
জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ফ্ল্যাট-বাড়ি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ হিসাব অবরুদ্ধ