Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাসিক এলাকার সড়কে অবৈধভাবে তৈরি গেইট ভেঙে ফেলল ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৭:৫৭

গেইট উচ্ছেদ অভিযান চলছে।

ঢাকা: রাজধানীতে নির্দিষ্ট এলাকা নিয়ে সড়কে অবৈধভাবে গেইট তৈরি করে আবাসিক এলাকা নাম দেওয়ার প্রবণতা বেড়েই যাচ্ছে। ফলে মিরপুরের রূপনগরে অভিযান চালিয়ে বেশ কিছু গেইট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মিরপুর সেকশন-২ এর রূপনগর আবাসিক এলাকার বিভিন্ন রোডে অবৈধভাবে নির্মিত ৮টি গেইট গুড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।

অভিযানের সময় ফুটপাত ও রাস্তার প্রায় শতাধিক অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করে প্রায় এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

ফুটপাত দখল করে দোকান পরিচালনা করায় একটি ফার্নিচারের দোকান ও একটি খাবারের দোকান মালিককে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, ‘জনগণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতর অবৈধ যেকোনো স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএনসিসির নিয়মিত কার্যক্রম। এটি চলমান আছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তাদের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে রাস্তায় অবৈধভাবে নির্মিত গেইটগুলো আমরা ভেঙে দিয়েছি। এই গেইটগুলো বিনা অনুমতিতে লাগানো হয়েছে ফলে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। অন্যান্য সকল রাস্তার অবৈধ গেইটগুলো অপসারণে আমাদের অভিযান চলমান থাকবে।’

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

আবাসিক এলাকার অবৈধ গেইট উচ্ছেদ ঢাকা উত্তর সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর