Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ পরিবারের ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৮:০৪ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৯:০১

শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ সারহান নাসের তন্ময়, শেখ সোহেল ও শেখ জালাল উদ্দিন রুবেল। ছবি সংগৃহীত

ঢাকা: ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক এমপি শেখ সালাহউদ্দিন জুয়েলসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন তাদের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

শেখ জুয়েল বাদে অন্য আসামিরা হলেন- শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল ও চাচাতো ভাই শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়।

দুদকের আবেদনে বলা হয়, আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালানোর চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

পরে আদালত শুনানি নিয়ে ওই চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

সারাবাংলা/আরএম

টপ নিউজ দেশ ত্যাগ নিষেধাজ্ঞা শেখ পরিবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর