Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দা চুরি নিয়ে বিরোধে আহত ৩
স্বেচ্ছাসেবক দল নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৮:২২ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ২০:১০

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় দা চুরি যাওয়া নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় তিনজন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টার ধানখালী ইউনিয়নের সোমবাড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, শাহ আলম প্যাদা (৫৫), রুবেল প্যাদা (২৮) ও রাজিব মোল্লা (২৮)।

আহত ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের শাহআলের প্রতিবেশী আবুল গাজীর ঘর থেকে একটি দা চুরি হয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় দা চুরির ঘটনা নিয়ে শাহআলমের স্ত্রী হালিমা ও আবুল গাজীর ছেলের বউ মিতুর সঙ্গে বাকবিতণ্ডা হয়।

আহত ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় শাহআলম, তার ছেলে রুবেল ও মেয়ে জামাতা রাজিব মোল্লা চম্পাপুর ইউনিয়নের পার্শ্ববর্তী ধানখালী ইউনিয়নের সোমবাড়িয়া বাজারে যায়। এ সময় দা চুরির বাকবিতণ্ডার জের ধরে চম্পাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল মোল্লা, ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আলআমিন গাজী, শাকিল মোল্লার ভাতিজা ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ মোল্লা, ইয়াকুব গাজী ও আবুল গাজী লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।

আহত শাহআলম প্যাদা বলেন, আমি বাজারে পেঁয়াজ কেনার জন্য গিয়েছিলাম। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের ওপর হামলা করে। জিআই পাইপ, হকিস্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে তারা আমার মাথা ফাটিয়ে দিয়েছে।

অপর আহত শাহআলমের পুত্র রুবেল বলেন, তারা আমার কপাল ফাটিয়ে দিয়েছে। বর্তমানে তারা হাসপাতালে এসে আমাদের হুমকি ধামকি দিচ্ছে।

বিজ্ঞাপন

চম্পাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল মোল্লা বলেন, বিষয়টি মিমাংশার জন্য গেলে তাদের সঙ্গে আমাদের বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

দা চুরি নিয়ে বিরোধ নিষিদ্ধ ছাত্রলীগ বিরোধের জেরে হামলা স্বেচ্ছাসেবক দল হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর