Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ২২ দফা দাবিতে তামাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৮:৩৪

২২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কুষ্টিয়া লীফ কারখানার মৌসুমী শ্রমিকরা

কুষ্টিয়া: বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী ২০১২ সাল থেকে কোম্পানির পাওনা মুনাফা, প্রভিডেন্ট ফাণ্ড, গ্রাচ্যুইটি, নিয়োগ পত্র ও আইন বহির্ভূতভাবে বাইরে রাখা শ্রমিকদের চাকুরিতে পুনর্বহালসহ ২২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কুষ্টিয়া লীফ কারখানার মৌসুমী শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস বিএটি কারখানার সব কয়টি গেইটের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন তারা।

বিজ্ঞাপন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস এম মহাসিন আলী বলেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছেন। তারা শ্রমিকদের সঙ্গে না বসে তৃতীয় পক্ষের মাধ্যেমে কথা বলার চেষ্টা করছে। টোব্যাকো কোম্পানিকে শ্রমিক সঙ্গে বসে সমস্যা সমাধান করতে হবে।

এ সময় শ্রমিকরা বিএটি কর্তৃপক্ষের নানা বৈষম্যমূলক আচরণের কথা উল্লেখ করে তা সমাধানের দাবি জানান। তবে এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

সারাবাংলা/এইচআই

২২ দফা দাবি অবস্থান কর্মসূচি তামাক শ্রমিক ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর