Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৮:৫০

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: জিএসটিক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাসমূহ যথাক্রমে ‘সি’ ইউনিট ২৫ এপ্রিল, ‘বি’ ইউনিট ২ মে এবং ‘এ’ ইউনিট ৯ মে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিএসটি ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ২৩ হাজার ৬৪ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৭২ জন ৬২ জন এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে ৫৯২ জন, ‘বি’ ইউনিটে ১৮১৯ জন ও ‘এ’ ইউনিটে ৭৩০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এ উপলক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরগণের উপস্থিতিতে বুধবার (২৩ এপ্রিল) রাতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উক্ত ভর্তি পরীক্ষাসমূহ নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয় ।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সকল প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করেন। এ ছাড়া যথাসময়ে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দফতরসমূহের আন্তরিক সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

বিজ্ঞাপন

একই সঙ্গে, এই বৃহৎ পরিসরে পরীক্ষা আয়োজনের সার্বিক সমন্বয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

ভাইস-চ্যান্সেলর আসন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এবং তাদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে তাদের যাত্রা ও পরীক্ষার দিনগুলো যেন নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয় সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি ।

সারাবাংলা/এনজে

জিএসটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর