Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অশ্লীলতা বন্ধে ডা. জাহাঙ্গীর-তাসনিম জারার নামে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৮:৫১ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ২০:১০

ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবির

ঢাকা: ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারাসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী বায়েজিদ হোসেন ও নাঈম সরদারের পক্ষে নোটিশটি পাঠানো হয়।

বিজ্ঞাপন

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল-পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সব ওয়েবসাইট, লিংক, গেটওয়ে দ্রুত বন্ধ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অশ্লীলতার ভয়াবহতা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, পুলিশের মহাপরিদর্শক বরাবর ডাকযোগে জনস্বার্থে এ নোটিশ পাঠানো হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইন বা সংবিধান অনুযায়ী যেকোনো ধরনের অশ্লীল ছবি বা ভিডিও তৈরি, প্রচার ও প্রকাশ করা বেআইনি। এটি শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু নোটিশ গ্রহীতাদের নিষ্ক্রিয়তার কারণে বিভিন্ন ধরনের অশ্লীল এবং পর্নোগ্রাফিক ছবি, ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করে আসছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য ফেসবুক ইউটিউব ও অন্যান্য অনলাইন প্লাটফর্ম ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে এসবের অনাকাঙ্ক্ষিত প্রভাব পড়ছে।

ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারাসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য ও ছবিতে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকেন। এসব ছবি ও ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক-পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে। বিষয়গুলো খুবই উদ্বেগজনক। যার দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এইচআই

অশ্লীলতা অশ্লীলতা ছড়ানো আইনি নোটিশ ডা. জাহাঙ্গীর কবির ডা. তাসনিম জারা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর