জেলি দেওয়ার সময় ২২০ কেজি চিংড়ি জব্দ
২৪ এপ্রিল ২০২৫ ১৯:১২
সাতক্ষীরা: জেলার শ্যামনগরে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলি দেওয়ার সময় ২২০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় ব্যবসায়ী আতাউর রহমান মোড়লকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াহাট থেকে তাকে আটক করা হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছা রনী খাতুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি তার ফেসবুক আইডিতে দেওয়া বিজ্ঞপ্তিতে জানান, গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারি, উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াহাট এলাকায় জেলিপুশকৃত চিংড়ি মাছ রফতানির জন্য রেডি করছে। এমন অবস্থায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা মতে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া ব্যবসায়ীকে।
তিনি আরও জানান, এরপর জেলি পুশ করা চিংড়িগুলো নষ্ট করা হয়। আর জেলি পুশবিহীন চিংড়ি স্থানীয় মাদরাসায় দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনী, শ্যামনগর থানা পুলিশ ও স্থানীয় জনগণ সহায়তা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছা রনী ফেসবুকে লিখেন, ‘চিংড়ি এবং মধু শ্যামনগরের অনন্য সম্পদ। কেন কলুষিত করছেন এভাবে? কেন আপনারা প্রতারণা করবেন?’
সারাবাংলা/পিটিএম