চট্টগ্রামে ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী আটক
২৪ এপ্রিল ২০২৫ ১৯:২৩ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ২০:২৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। ‘শেখ হাসিনা ফোর্স’ (এসএইচএফ)- এ ব্যানারে মিছিলটি বের হয়েছিল।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে নগরীর কোতোয়ালি থানার লাভ লেইন মোড় থেকে বের হওয়া মিছিল আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর পর বিকেলে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া তিন যুবককে আটক করা হয়েছে, যারা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিছিলে আনুমানিক ১৫ থেকে ২০ জন তরুণ-যুবক ছিলেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন।
ওসি আবদুল করিম সারাবাংলাকে বলেন, ‘১৫-২০ জন যুবক মিছিল বের করেছিল। রাস্তায় বড়জোড় এক-দেড় মিনিট ছিল। আমরা ভিডিও ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করি। এরপর বিকেলে লাভ লেইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা নিজেদের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছে। মিছিলে অংশ নেওয়া অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।’
সারাবাংলা/আরডি/পিটিএম