বিসিএসের জট কমাতে কাজ করছে পিএসসি
২৪ এপ্রিল ২০২৫ ১৯:২৯
ঢাকা: সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, ‘এক থেকে দেড় বছরের মধ্যে পিএসসি জট কমিয়ে আনবে। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে জট খোলার অগ্রগতি দেখা যাবে। এজন্য কোনো পরীক্ষা পেছাতে চাইছি না, অন্য দেশের সিলেবাস জোগাড় করেছি।’
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এসব কথা বলেন।
পিএসসি চেয়ারম্যান বলেন, ‘বিসিএসের সিলেবাস যুগোপযোগী করার কাজ করছি। ৪৯ থেকে যুগোপযোগী সিলেবাস হবে। গবেষণা হচ্ছে। নতুন সিলেবাস এমন হবে, চাকরিপ্রার্থীরা যেন বিশ্বে নিজেকে যোগ্য করে তুলতে পারেন।’
তিনি বলেন, ‘আবেদন ফি ৭০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। এটাও পিএসসির সংস্কার ভাবনা থেকে এসেছে। পুলিশ ভেরিফিকেশন করার কোনো বিধি ছিল না। এটার দায়িত্ব আমাদের একজন কর্মকর্তা নিয়েছেন। পিএসসির উদ্যোগে এই ভেরিফিকেশনের কাজ করা হচ্ছে। এটাও একটা ছাত্রবান্ধব উদ্যোগ। পিএসসি প্রথমবারের মতো স্টেক হোল্ডারের কাছে যাওয়ার কাজ করছে। আমরা তাদের কথা শুনছি।’
এ সময় উপস্থিত ছিলেন পিএসসি সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া। এছাড়াও পিএসসি সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস, ডক্টর আমিনুল ইসলাম, সুজয়েত উল্লাহ, মিস্টার নুরুল কাদির, ব্রিগেডিয়ার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএল/এসডব্লিউ