Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাতক হাসপাতালে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৯:৪৪

ছাতক হাসপাতালে অভিযানকালে দুদক।

সুনামগঞ্জ: জেলার ছাতকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সিলেটের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে ছাতক হাসপাতালে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়।

অভিযানে হাসপাতালের ডাক্তারদের নিয়মিত অনুপস্থিতি, নার্স-ম্যাটস দিয়ে রোগী প্রেসক্রিপশন করা, অপরিচ্ছন্ন রান্নাঘর, ঔষধ ও ভর্তি রেজিস্ট্রার ঠিকমতো মেইনটেইন না করার অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

তবে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দাবি, হাসপাতালে রোগী দেখার মতো পর্যাপ্ত ডাক্তার নেই। ৭ জন চিকিৎসকের মধ্যে ৫ জনের পদই খালি। তাই সেবা দিতে গিয়ে বাধ্য হয়ে প্রশিক্ষণ প্রাপ্ত বৈধ নার্স-ম্যাটস দিয়ে নির্দিষ্ট চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া রান্নাঘর ও রেজিস্ট্রারও ঠিকমতো মেইনটেইন করা হচ্ছে। দুদকের বোঝাপড়ায় ভুল হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ

ছাতক হাসপাতাল দুদকের অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর