‘নবীন-প্রবীণের সমন্বয়ে বাংলাদেশটাকে সুন্দর করাই আমাদের লক্ষ্য’
২৪ এপ্রিল ২০২৫ ১৯:৪৮ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৯:৫১
ঠাকুরগাঁও: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামীর বাংলাদেশ যেনো আগামী প্রজন্মের জন্য সুন্দর হয়। আজকে যাদের বয়স খুব কম, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তার ভবিষ্যৎ, তার চিন্তা, তার জন্য বাংলাদেশ। নবীন-প্রবীণদের সমন্বয়ে এই বাংলাদেশটাকে সুন্দর করাই হলো আমাদের লক্ষ্য।
তিনি বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনব্যাপী শহরের গোবিন্দনগস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র জয়নাল আবেদীন মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা আওতাধীন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জন্য ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, আমাদের লক্ষ্য একটাই, এই বাংলাদেশ একটা স্বাভাবিক রাজনীতি, সামাজিক সমাজ ব্যবস্থা, একটা নতুন সুশাসনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ নিয়ে আসতে হবে। যেখানে হানাহানি, বিদ্বেষ, প্রতিহিংসার ঊর্দ্ধে উঠে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের এগিয়ে যেতে পারি। একটা সুন্দর বাংলাদেশ গড়াতে পারি।
৩১ দফা সম্পর্কে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছিলেন, কমবেশি আপনারা সবাই তার সঙ্গে খুব বেশি সুপরিচিত। অনলাইনে, পত্রিকায় এবং বিভিন্নভাবে আপনারা জেনেছেন, শুনেছেন এবং আপনারা আপনাদের মত করে তৃণমূল পর্যায়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই রাষ্ট্রটি মেরামত করার জন্য।
সংস্কার বিষয়ে এ্যানি বলেন, রাতের অন্ধকারে যখন নির্বাচন হলো। ওই নির্বাচনের আগে ফ্যাসিস্ট এর প্রধান যখন সবাইকে আশ্বস্ত করল যে আমার উপর আশা, ভরসা ও আস্থা রাখেন; তখনই তারেক রহমান তার নিজস্ব চিন্তা ও ধারণা থেকে তিনি এ দেশে কিভাবে একটা সু-শাসন নিয়ে আসা যায়। রাজনীতিকে সংস্কারের প্রয়োজন।
তিনি আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার কারণে তাকে বলা হতো আধুনিক রাজনীতির স্থপতি। বাংলাদেশে জাতীয়তাবাদ বলতে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়া। গণমানুষের দলে পরিণত হওয়া। খুব অল্প সময়ে, মাত্র সাড়ে ৩ বছরের মধ্যে বিএনপির সঙ্গে গণমানুষের সম্পর্ক সেটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেজা জিয়া আপোষহীন নেত্রী ছিলেন বলেই পরবর্তীতে তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন।
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি (ভার্চুয়ালি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি (ভাচুয়ালি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জমিউল্লাহ, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাবেক এমপি রাশেদা বেগম হিরা, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপিরসহ ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এ্যাড. নেওয়াজ হালিমা আরলী প্রমুখ
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
সারাবাংলা/এইচআই
৩১ দফা তারেক রহমান নির্বাচন বিএনপি মির্জা ফকরুল ইসলাম আলমগীর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি