পারভেজ হত্যা: আসামি মাহাথিরের দায় স্বীকার
২৪ এপ্রিল ২০২৫ ১৯:৫৯
ঢাকা: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মাহাথির হাসান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন মাহাথিরকে আদালতে আনে পুলিশ। এ সময় নিজেই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। পরে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক একেএম মঈন উদ্দিন।
এর আগে, ২৩ এপ্রিল সকালে চট্টগ্রামের হালিশহর থানাধীন আজাদ টাওয়ার এলাকার একটি বাসা থেকে মাহাথিরকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল বিকেলে ক্যাম্পাসের সামনে বন্ধুদের নিয়ে শিঙ্গাড়া খাচ্ছিলেন পারভেজ। এ সময় একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তিন/চারজন শিক্ষার্থীর সঙ্গে আসেন ইউনিভার্সিটি অব স্কলার্স’র দুই ছাত্রী। ছাত্রীদের দেখে পারভেজরা হাসাহাসি করছিলেন বলে অভিযোগ তোলেন ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থীরা।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি জানতে পেরে মীমাংসা করে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে ঘটনার কয়েক ঘণ্টা পরই ওই শিক্ষার্থীদের ছুরিকাঘাতে পারভেজ নিহত হন। এ ঘটনায় রোববার বনানী থানায় আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির। মামলায় অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।
সারাবাংলা/আরএম/এসডব্লিউ