Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অবাধ স্বাধীনতার সুযোগে গণমাধ্যম যেন অপতথ্য না ছড়ায়’

সারাবাংলা ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫ ২০:২৪

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ‘বর্তমান সময়ে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। কিন্তু এ সুযোগে যেন অপতথ্য ছড়ানো না হয়। মুক্ত সাংবাদিকতার এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবশনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘সাংবাদিকদের প্রতি বছর ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে। এ সম্পর্কিত নীতিমালা প্রনয়ণের উদ্যোগ নিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিকদের সন্তাদের স্কলারশিপ দেওয়া হচ্ছে। সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও সার্বিক কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিচ্ছে কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের সহায়তা প্রকৃত প্রাপ্যরাই পাবেন।’

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের এডহক কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রামের জেলা প্রশাসনের উপ পরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার ২৭ জন গণমাধ্যমকর্মীর মধ্যে চেক বিতরণ করেন।

সারাবাংলা/আরডি/এনজে

অপতথ্য গণমাধ্যম সাংবাদিক কল্যাণ ট্রাস্ট স্বাধীনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর