‘গণঅভ্যুত্থান আইন মেনে হয়নি, মানুষের ইচ্ছাই বড় আইন’
২৪ এপ্রিল ২০২৫ ২১:৩০
ঢাকা: ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, ’২৪-এর গণঅভ্যুত্থান কোনো আইন মেনে হয়নি। মানুষের ইচ্ছাই সবচেয়ে বড় আইন। গণরায়ই সবচেয়ে বড় গণতন্ত্র। সুতরাং, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে গণরায় বাস্তবায়নে আইনের কোনো ফাঁক-ফোকর ব্যবহার করে টালবাহানা করা হলে তা সহ্য করা হবে না। গণরায়ই সর্বোচ্চ আইন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ইউনুস আহমেদ বলেন, ‘ইসলামী আন্দোলন দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আদালতের ওপরে আস্থা রাখতে চাই। বরিশাল সিটি করপোরেশনের ঘোষিত ফলাফল বাতিলে আমরা আইনের প্রচলিত ধারাই অনুসরণ করতে চাই। কিন্তু কোনো অপকৌশল বা পতিত স্বৈরতন্ত্রের কোনো দোসরের কূটচাল যদি গণরায় বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করে তাহলে তার পরিণতি কল্যাণকর হবে না।’
তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ গণরায় বাস্তবায়নের পথে সৃষ্ট বাধা অতিক্রম করার পদ্ধতি জানে। তাই বলব, কালবিলম্ব না করে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করুন।’
সারাবাংলা/এজেড/পিটিএম