রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশনে রাতের সময় নিম্নগামী ট্রেনগুলোর স্টপেজ কমপক্ষে এক মিনিট করাসহ দুই দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে দুই দাবিতে রেলওয়ে উত্তরাঞ্চল কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইটি দাবি নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দাবির ব্যাপারে আলোচনা শেষে স্মারকলিপি দিয়েছি।
আমাদের দাবি দুইটি হলো- মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ শনিবার থেকে পরিবর্তন করে সপ্তাহের অন্য কোনো দিন নির্ধারণ করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে নিম্নগামী ট্রেনগুলোর জন্য সংক্ষিপ্ত স্টপেজ কমপক্ষে ১ মিনিট নির্ধারণ করা।
এ বিষয়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান হিমেল বলেন, আমাদের দাবিগুলো যৌক্তিক এবং সুস্পষ্ট। রেলওয়ের কর্মকর্তা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তবে যৌক্তিক সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়া না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।