ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে এক যুবক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে পূর্ব শক্রতার জের ধরে ভাঙ্গা থানার সামনে কালীবাড়ি সংলগ্ন সড়কে চাইনিজ কুড়াল দিয়ে তাদের ওপর হামলা হয়।
আহত দুই শিক্ষার্থী হলেন— ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশিক মাতুব্বর (১৭) ও ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইম শেখ (১৮)। দুই শিক্ষার্থীর বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে।
আহত দুই শিক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা দিয়ে সরকারি এম্বুলেন্সে চিকিৎসকসহ পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। পেটে, হাতে সেলাই নিয়েই ঐ দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরে প্রশাসন ও চিকিৎসক পরীক্ষা শেষে পুনরায় তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হামলায় আহত পরীক্ষার্থী আশিক মাতুব্বর বলেন, সকালে ভ্যান চড়ে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ভ্যানটি ভাঙ্গা বাজারের থানা সংলগ্ন রোড়ে কালীবাড়ির সামনে আসা মাত্র কিছু বুঝে ওঠার আগেই আমার প্রতিবেশী ফাহিম মাতুব্বর চাইনিজ কুড়াল দিয়ে আমাকে ও আমার বন্ধু সাইম শেখকে এলোপাতাড়ি কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আমাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। ফাহিম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। ৮/৯ মাস আগে ওর সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছিল। এ ছাড়া কোনো বিরোধ নেই।
এ ঘটনায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার তানসিভ জুবায়ের বলেন, দুইজনেরই বাম হাত, পেটসহ শরীরের একাধিক জায়গায় কোপানোর চিহ্ন রয়েছে । এদেরকে হাসপাতালে আনার পর জখম স্থানে সেলাইসহ অন্যান্য চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্স যোগে চিকিৎসকসহ কেন্দ্রে পাঠিয়ে দেই। পরীক্ষার পরে পুনরায় তাদের হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।