Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে বান্দরবান সেনা জোনের অনন্য উদ্যোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ২২:২৩

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি

বান্দরবান: ‘পরিচ্ছন্নতা শুরু হোক নিজে থেকে’— এই মূল স্লোগানকে ধারণ করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ও জনসাধারণকে পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে সম্প্রতি একটি বিস্তৃত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় স্বেচ্ছাসেবক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ জনগণের সঙ্গে একত্রে এই কার্যক্রমে অংশ নেন।

বিজ্ঞাপন

কর্মসূচির আওতায় কানা পাড়া গোল্ডেন টেম্পল মন্দির হতে মেঘলা পর্যটন কেন্দ্র পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকাগুলো ময়লা-আবর্জনামুক্ত করা হয়। এ ছাড়াও বাজার এলাকা, বিদ্যালয় প্রাঙ্গণ ও পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রচারণায় পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, পরিচ্ছন্নতা শুধু একজনের দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ স্থান পরিচ্ছন্ন রাখা। আমাদের আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি। বান্দরবান সেনা জোন সবসময় দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে পাশে ছিল, আছে এবং থাকবে।

এই মহতী উদ্যোগে স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সারাবাংলা/এইচআই

পরিচ্ছন্ন পরিবেশ পরিচ্ছন্নতা শুরু হোক নিজে থেকে বান্দরবান সেনা জোন