নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ
২৫ এপ্রিল ২০২৫ ২০:২০
নরসিংদী: নরসিংদীতে নারীবিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মা নামাজের পর শহরের পৌরসভা থেকে এ বিক্ষোভটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন গিয়ে শেষ করে। বিক্ষোভে নেতৃত্বে দেন নরসিংদী জেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকার ও সাধারণ সম্পাদক আল্লামা ইসমাইল নুরপুরী। পরে নরসিংদী রেলস্টেশনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- নরসিংদী জেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকার, সাধারণ সম্পাদক আল্লামা ইসমাইল নুরপুরী, উপদেষ্টা আল্লামা বশির উদ্দিন হাফি ও আল্লামা রফিকুর রহতান হাফি, সিনিয়র সহসভাপতি মাওলানা মুফতী রশিদ আহমাদ হাফি, সহসভাপতি মুফতী আলী আহমদ হুসাইনী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হান্নান হাফি, হাফেজ মাওমানা তাজুল ইসলাম, মুফতী আনোয়ার চিশতী, মাওলানা আমানুল্লাহ, মাওলানা ফারুক, মাওলানা জহির উদ্দিন, মাওলানা আব্দুর রহমান খান ও মাওমানা কবির আহমেদ।
বক্তারা বলেন, দেশের প্রয়োজনে সংস্কারকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু নারীবিষয়ক সংস্কার কমিশন যে সকল সিদ্ধান্ত সুপারিশ করেছে তা সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী। তাই অবিলম্বে তাদের এসব সুপারিশ বাতিলসহ এই সংস্কার কমিশন বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে।
সারাবাংলা/এইচআই