Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ২২:৩৫

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের কাজীপাড়া হঠাৎবস্তি সংলগ্ন রেলওয়ের ভাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হায়দার সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি কাজীপাড়া এলাকার মৃত কাজী ওমর আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার জন্য দলীয় নেতাকর্মীদের গোপন মিটিংয়ে আহ্বান করেছিলেন হায়দার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অন্যরা পালিয়ে যায়। ধরা পড়েন ওই আওয়ামী লীগ নেতা।

হায়দারের পরিবারের দাবি, গোপন মিটিং হয়নি। পরিবার ও আত্মীয়দের নিয়ে একটি পিকনিকের আয়োজনের বিষয়ে আলোচনা হচ্ছিল।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি মনোয়ার হোসেন হায়দার। এছাড়াও ছাত্র-জনতার আন্দোলনে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সারাবাংলা/এসআর

নীলফামারী

বিজ্ঞাপন

আরিফিন শুভ জানালেন, আসছেন
২৫ এপ্রিল ২০২৫ ২৩:১৫

আরো

সম্পর্কিত খবর