Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোপা ডেল রে ফাইনাল— কবে, কখন, কোথায়

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫ ০৯:৪৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ০৯:৫১

কোপা ডেল রে ট্রফি

লা লিগার পর স্প্যানিশ ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এটি। কোপা ডেল রের ফাইনালে এবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আর এতেই এবারের ফাইনাল যেন আরেকটু বেশি জমজমাট।

আরও পড়ুন- রেফারি বিতর্কে কোপা ডেল রে ফাইনাল বর্জন করবে রিয়াল? 

গ্রুপ পর্ব ও নকআউট রাউন্ডের দীর্ঘ এক লড়াই শেষে কোপা ডেল রের ফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আজ স্পেনের স্থানীয় সময় রাত ১০টায় মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে এই ‘এল ক্লাসিকো’ ফাইনাল।

বিশ্বজুড়ে শতাধিক টিভি চ্যানেল ও অনলাইনে দেখা যাবে কোপা ডেল রের ফাইনাল। বাংলাদেশে টিভি চ্যানেলে খেলা দেখা যা গেলেও ফাইনাল ম্যাচটি দেখা যাবে অনলাইন অ্যাপ ফ্যানকোডে। এছাড়াও বেইন স্পোর্টস, ইয়াল্লা শুটসহ বেশ কিছু অনলাইন চ্যানেলেও ফাইনাল উপভোগ করতে পারবেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা।

এবারের কোপা ডেল রের ফাইনাল হবে সেভিয়ার মাঠ এস্টাডিও লা কার্তুজায়। এই ফাইনালের আগে অবশ্য রেফারি নিয়ে বেশ বিতর্কে জড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ফাইনালের জন্য ঘোষিত রেফারি বদল না করলে ম্যাচ বর্জনের হুমকিও দিয়ে রেখেছে ক্লাবটি।

সারাবাংলা/এফএম

কোপা ডেল রে ফাইনাল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর